দুবাই, ১৯ সেপ্টেম্বর(হি.স.): বৃহস্পতিবার এশিয়া কাপের ম্যাচে মহম্মদ নবীর মারকুটে
ব্যাটিংয়ের শিকার হন লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে। যদিও ম্যাচ ঠিকই জিতেছে লঙ্কানরা। তবে জয়ের আনন্দ স্থায়ী হয়নি ভেল্লালাগের। খেলা শেষেই শুনতে পান বাবার মৃত্যুর সংবাদ।
ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুনিথের বাবা সুরঙ্গা ভেল্লালাগে। আফগানিস্তানকে হারানোর পর শ্রীলঙ্কার টিম ম্যানেজার দুনিথকে তাঁর বাবার মৃত্যুর খবর দেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ভেল্লালাগের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।’
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি