আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
আবুধাবি, ১৯ সেপ্টেম্বর(হি.স.): আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাব ব্যাট করতে নেমে ৮ বল হাতে
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা


আবুধাবি, ১৯ সেপ্টেম্বর(হি.স.): আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাব ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা।

লঙ্কানদের এই জয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটভক্তরা আনন্দে ভাসলেও কপাল পুড়েছে আফগানিস্তানের। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াই করেও দুই ম্যাচ হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে রশিদ খানের দল। 'বি' গ্রুপ থেকে বাদ পড়া আরেক দল হংকং। সবগুলো ম্যাচেই হেরেছে দলটি।

একপর্যায়ে আফগানিস্তানের রান ছিল ৬ উইকেটে ৭৯, ১৮ ওভার শেষে ৭ উইকেটে ১২০। সেখান থেকে শেষ দুই ওভারে ৪৯ রান নিয়ে তারা গড়ে ১৬৯ রানের পুঁজি।

৫ রানে জীবন পেয়ে ২২ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মহম্মদ নাবি। যার হাতে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন, সেই দুনিথ ওয়েলালাগেকে টানা পাঁচটি ছক্কা মারেন তিনি ইনিংসের শেষ ওভারে।

এরপর কুসাল মেন্ডিসের দারুণ ইনিংস(৭৪*) ও কামিন্দু মেন্ডিসের(২৬*) শেষের ঝড়ে আফগানিস্তানকে হারিয়ে, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে উঠল তারা।

তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ আর আফগানিস্তানের পয়েন্ট ২।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande