চ্যাম্পিয়নস লিগ: জোড়া গোলে র‌্যাশফোর্ডের, বার্সেলোনার দারুণ জয়
বার্সেলোনা, ১৯ সেপ্টেম্বর(হি.স.): সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল। দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন
চ্যাম্পিয়ন্স লিগ:  জোড়া গোলে র‌্যাশফোর্ডের, বার্সিলোনার দারুণ জয়


বার্সেলোনা, ১৯ সেপ্টেম্বর(হি.স.): সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।

নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল।

দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন র‍্যাশফোর্ড। চলতি মরসুম শুরুতে ক্লাবটির হয়ে ধারে খেলতে এসেছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন। আঘাতের কারণে ইয়ামালকে ছাড়াই খেলতে নামে বার্সেলোনা । প্রায় ৬৫ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা । স্বাগতিকদের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande