কলকাতা, ১৯ সেপ্টেম্বর, (হি.স.): সরেজমিনে রাস্তার হাল দেখতে গিয়ে, প্রশ্নের মুখে মেয়র ফিরহাদ হাকিম! হরিদেবপুরে মেয়রকে স্থানীয়রা বলেন, 'গড়িয়াহাট উড়ালপুলের অবস্থা দেখুন..পুজো এলে রাস্তা সারান, তারপরে যেই কে সেই। বাঁকুড়ার রাস্তা কত ভাল, কলকাতার রাস্তা এমন কেন?' ফিরহাদকে সরাসরি প্রশ্ন স্থানীয়দের।অস্বস্তির মুখে কলকাতার রাস্তায় কেবল পাতার সাফাই মেয়রের। প্রশ্নের মুখে পুজোর আগেই রাস্তা মেরামতির আশ্বাস ফিরহাদ হাকিমের।
এদিন স্থানীয় এক বাসিন্দা মেয়রকে সরাসরি অভিযোগ জানিয়ে বলেন, 'গেল পুজোর সময় যা ছিল, এখনও তাই। এই রাস্তাটা তো ছেড়েই দিলাম। রাস্তার কাজ হতেই পারে। ..পুজোর সময় আমাদের ১১৪ নং ওয়ার্ডে পিচ হয়ে যায়, আবার ধরুণ, এই যে ১-২ মাসে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় ঠিক হবে। এইটা একটু খেয়াল করুন।..' অভিযোগ শুনে ফিরহাদ হাকিম বলেন, আমরা যেটা করছি, সেটা হচ্ছে, হেভি ডেনসিটি রেন আসছে, রাস্তাগুলি খারাপ হয়ে যাচ্ছে। যেসকল জায়গায় এরকম সমস্যা হচ্ছে, আমরা...', যদিও মেয়রের সমাধানের পথ দেখানোর মাঝেই ফের মুখ খোলেন অভিযোগকারিনী স্থানীয় বাসিন্দা। স্পষ্ট বলেন, 'কিন্তু আমরা বুঝছি না স্যার। আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি, কলকাতার বাইরের অবস্থা। ধরুন যেমন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, রাস্তা খুব সুন্দর।'
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত