রাহুল গান্ধী পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন : রবিশঙ্কর প্রসাদ
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুল গান্ধী পরিকল্পিতভাবে ভারতের গণতন্ত্রকে দুর্বল
রবিশঙ্কর প্রসাদ


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুল গান্ধী পরিকল্পিতভাবে ভারতের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন। কেন? কারণ জনগণ তাঁকে ভোট দেয় না। সেই কারণেই তিনি ২০১৪ সালের মোদীজির নির্বাচনকে ভুয়ো বলছেন। তিনি ২০১৯ সালের নির্বাচনকে ভুয়ো বলছেন। তিনি ২০২৪ সালের নির্বাচনকে ভুয়ো বলছেন। তাঁরা সকলেই ভোট কারচুপি করে জিতেছে। রাহুল গান্ধী, দয়া করে ভারতের ভোটারদের গণতান্ত্রিক পছন্দের অপব্যবহার বন্ধ করুন।

রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, রাহুল গান্ধী আপনি দেশের গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ২০২৩ সাল থেকে কর্ণাটকে কার সরকার আছে? কংগ্রেস দল ক্ষমতায় আছে, আর সিআইডি তাদের মধ্যেই আছে। তাই, তারা তাদের হোমওয়ার্ক করে না, কিছুই বোঝে না। তিনি মিথ্যা অভিযোগ করছেন এবং তথ্য বিকৃত করছেন এবং এটি রাহুল গান্ধীর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande