পাটনা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস ও আরজেডি-কে তীব্র আক্রমণ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। দুই দলকেই একযোগে তুলোধনা করেছেন তিনি। শুক্রবার পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজয় কুমার সিনহা বলেছেন, কংগ্রেস গোটা দেশকে ধর্মশালায় পরিণত করার খেলা খেলেছে। যে আরজেডি কংগ্রেসের বিরুদ্ধে জন্মেছিল, সেই দল কংগ্রেসের কোলে বসে এখন অনুপ্রবেশকারীদের প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করছে। এটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা