কৃষকদের আয় বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য : শিবরাজ সিং চৌহান
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): কৃষকদের আয় বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য, ফের একবার স্পষ্ট করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষজ কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুক্রবার তিনি বলেছেন, জিএসটি সংস্কারের ফলে উপকৃত হবেন কৃষকরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং
শিবরাজ সিং চৌহান


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): কৃষকদের আয় বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য, ফের একবার স্পষ্ট করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষজ কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুক্রবার তিনি বলেছেন, জিএসটি সংস্কারের ফলে উপকৃত হবেন কৃষকরা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার সকালে কৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত জিএসটি সংস্কার নিয়ে একটি বৈঠকের পৌরহিত্য করেন।

পরে তিনি বলেন, এই হ্রাস পাওয়া জিএসটি হারগুলি ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে৷ কৃষকরা সরাসরি লাভবান হবেন। আমাদের প্রতিশ্রুতি হল, কৃষকদের আয় বৃদ্ধি করা। আমি আজ চারটি প্রধান মেশিন-উৎপাদন সমিতির একটি মিটিং ডেকেছি: ট্র্যাক্টর এবং যান্ত্রিকীকরণ সমিতি, টিএমএ, অল ইন্ডিয়া কম্বাইন্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতি এবং পাওয়ার টিলার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। চারটির প্রতিনিধিরা সশরীরে এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আমি অনুরোধ করেছি, ২২ সেপ্টেম্বর কার্যকর হওয়া জিএসটি হারের সুবিধা সরাসরি কৃষকদের কাছে জমা হওয়া উচিত। এই সুবিধা মাঝপথে হারিয়ে যাওয়া উচিত নয়। ২২ সেপ্টেম্বর থেকে কৃষকরা রিয়েল টাইমে জিএসটি হার কমিয়ে লাভবান হবেন। এই সুবিধা ছোট নয়, কিন্তু যথেষ্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande