কলকাতা, ১৯ সেপ্টেম্বর, (হি.স.): পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য প্রতিবারই রেলের তরফে থাকে বিশেষ ব্যবস্থা। এবারও পুজোর সময় প্রতিমা দর্শনকারীদের কথা মাথায় রেখে অতিরিক্ত চাহিদা সামাল দিতে এবারেও বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করল দক্ষিণ-পূর্ব রেল। জঙ্গলমহলবাসীদের জন্য পুজোর আগে সুখবর।
পুজোর সময়ে গিধনী স্টেশনে থামবে ট্রেন। ঝাড়খন্ড, ওড়িশা-সহ রাজ্যের নানা প্রান্ত থেকে অনেকেই আছেন পুজো দেখতে ঝাড়গ্রামের গিধনীতে। হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়বে৷ আর পুজো মানেই সকাল থেকে রাত শহর ও শহরতলিতে লোকজনের ঠাকুর দেখার ভিড়৷ তাই সমানভাবে চাপ বাড়ে রেল পরিষেবায়৷ তাই পুজোর সময়ে অর্থাৎ, ষষ্ঠী থেকে দশমীর পর্যন্ত যাত্রী পরিষেবায় বিশেষ পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল।
স্টেশনে ট্রেনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় প্রায়ই বিপত্তির কারণ হয়ে ওঠে। এই সমস্যা এড়াতে পুজোর দিনগুলিতে যে সমস্ত গ্যালপিং ট্রেন চলে, সেগুলিও এই স্টেশনে থামবে থামবে বলে জানান হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত