আগরতলা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার খোয়াই চৌমুহনী এলাকায় রাজ্য সরকারের প্রস্তাবিত ট্রিপল আইটি স্থায়ী ভাবে স্থাপন করার লক্ষ্যে ৫০ একর জমি বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে এই কথা জানান উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মণ। উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মণ আরও জানান, খোয়াই চৌমুহনীতে ট্রিপল আইটি-এর স্থায়ী পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ২০১৮ সাল থেকে এনএইটি আগরতলার অস্থায়ী ক্যাম্পাসে ট্রিপল আইটি-এর একাডেমিক কাজকর্ম সহ পঠনপাঠন শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das