আমবাসা (ত্রিপুরা), ৩ সেপ্টেম্বর (হি.স.) : ডিজিটাল বিশ্বে প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে। তবেই উন্নতির গতি আরও দ্রুত হবে। বুধবার ধলাই জেলার মনু পার্কিং প্রাঙ্গণে এন.ই.আর. পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রকল্পের অধীন ১৩২ কেভি মনু সাব স্টেশন কমপ্লেক্সের উদ্বোধন করে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
উল্লেখ্য, এই প্রকল্পটির জন্য ৪৪ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। বিশ্ব ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ফান্ড প্রদান করে।এই প্রকল্পটি চালুর ফলে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার মনু, ছৈলেংটা, এস.কে. পাড়া, ধুমাছড়া, মাছলি, বিরাশি মাইল, নেপালটিলা, মানিকপুর, থালছড়া সহ বিভিন্ন গ্রামের ২১ হাজার ৫৫৮টি পরিবার উপকৃত হবে।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী ছাওমনু অঞ্চলের জন্য একটি ৮০০ কেভি মেগা সাব স্টেশন প্রকল্পের ঘোষণা করেন। তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্পের স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেম এবং উন্নত পাম্প স্টোরেজ প্রক্রিয়া থাকবে। যা একই সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পল দাংশু, বিধায়ক শম্ভুলাল চাকমা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী রতিশ ত্রিপুরা, অভিজিৎ ত্রিপুরা, জয়বাহাদুর রূপিনী, সঞ্জিত দেববর্মা প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das