১২ ফুটের প্রতিমা, ওজন মাত্র ২০ কেজি , পরিবেশবান্ধব নজির দুর্গাপুরের শিল্পীর
দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর (হি.স.) : উচ্চতা ১২ ফুট, অথচ ওজন মাত্র ২০ কেজি। কাদামাটি ছাড়াই পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা গড়ে অভিনব নজির স্থাপন করেছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস। খড়, বাঁশ, মাটি ছাড়াই প্রতিবছর একের পর এক প্রতিমা গড়ে রাজ্যের সীমানা ছাড়িয়
১২ ফুটের প্রতিমা ২০ কেজি ওজন! দুষন রুখতে কাগজের প্রতিমা তৈরী করে নজির দুর্গাপুরের বাপি বিশ্বাসের


দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর (হি.স.) : উচ্চতা ১২ ফুট, অথচ ওজন মাত্র ২০ কেজি। কাদামাটি ছাড়াই পরিবেশবান্ধব দুর্গা প্রতিমা গড়ে অভিনব নজির স্থাপন করেছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস। খড়, বাঁশ, মাটি ছাড়াই প্রতিবছর একের পর এক প্রতিমা গড়ে রাজ্যের সীমানা ছাড়িয়ে ভিনরাজ্যেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। দুর্গাপুর ভিড়িঙ্গির বাসিন্দা বাপি বিশ্বাস এর আগে সুতলি, কাপড়, জুট, খড় কিংবা নানা উপাদান দিয়ে দুর্গা প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন। এবারে তিনি কাগজ পচিয়ে মণ্ড তৈরি করে ১২ ফুট উচ্চতার প্রতিমা গড়েছেন। কার্ত্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীসহ সপরিবারে দুর্গার এই প্রতিমার মোট ওজন মাত্র কুড়ি কেজি। সহজে স্থানান্তরযোগ্য এই প্রতিমা দুর্গাপুরের একটি নামী শপিং মলে স্থাপন করা হবে।

শিল্পীর দাবি, কাগজ, সুতলি বা খড় দিয়ে প্রতিমা গড়লে যেমন পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হয়, তেমনই প্রতিমা হয় হালকা ও নিরাপদ। ফলে সহজে বহন করা যায় এবং দুর্ঘটনার আশঙ্কাও থাকে না। ইতিমধ্যেই দিল্লি, নয়ডা, হরিয়ানা ও মুম্বইয়ের একাধিক পুজো মণ্ডপে জায়গা করে নিয়েছে তাঁর তৈরি প্রতিমা।

শুক্রবার বাপিবাবু জানান, ছোটবেলা থেকেই আঁকাআকির প্রতি তাঁর ঝোঁক ছিল। একসময় থার্মোকলের ওপর কাজ করলেও পরিবেশ দূষণের কারণে তা পরিত্যাগ করেন। পরে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করে দেবদেবীর মূর্তি গড়ার উদ্যোগ নেন। পরিবার-পরিজন ও প্রায় সাতজন সহযোগী মিলে তাঁকে প্রতিমা গড়ায় সহায়তা করেন। তাঁর মা অনীমা বিশ্বাস ও ভাই টাপু বিশ্বাস সর্বক্ষণ পাশে থাকেন। শিল্পীর এই সৃষ্টিতে গর্বিত তাঁর পরিবারসহ সমগ্র শিল্পাঞ্চলবাসী।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande