দিনদুপুরে কাঁকড়াবনে এক বাড়িতে চুরি
উদয়পুর (ত্রিপুরা), ৫ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার দিনদুপুরে গোমতী জেলার কাঁকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় নিত্যগোপাল সাহার বাড়িতে হয় চুরি। নগদ চল্লিশ হাজার টাকা সহ কিছু দামী জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরনে জানা যায় নিত্যগোপাল সাহার
দিনদুপুরে কাঁকড়াবনে এক বাড়িতে চুরি


উদয়পুর (ত্রিপুরা), ৫ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার দিনদুপুরে গোমতী জেলার কাঁকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় নিত্যগোপাল সাহার বাড়িতে হয় চুরি। নগদ চল্লিশ হাজার টাকা সহ কিছু দামী জিনিসপত্র নিয়ে যায় চোরের দল।

ঘটনার বিবরনে জানা যায় নিত্যগোপাল সাহার একটি দোকান রয়েছে। সেই কারণে তিনি ছিলেন না বাড়িতে। তাঁর স্ত্রী অপর্না দেবনাথ সাহা বাড়ির বাইরে টিউশনির জন্য চলে গেছেন। এর মধ্যে চোরের দল বাড়িতে প্রবেশ করে ঘরের তালা ভেঙে আলমারি খুলে সব নিয়ে গেছে।

অপর্না দেবনাথ সাহা জানান, ঘরের আলমারি খুলে নগদ চল্লিশ হাজার টাকা চোরের দল নিয়ে গেছে। সঙ্গে আলমারিতে থাকা আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে। খবর পেয়ে কাঁকড়াবন থানার ওসি সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের কুকুর নিয়ে আসা হয় চোরের দলকে সনাক্ত করার জন্য। কিন্তু সাফল্য আসেনি। পুলিশ মামল নিয়ে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande