উদয়পুরে ন্যায্যমূল্যের দোকানে চুরি
উদয়পুর (ত্রিপুরা), ৫ সেপ্টেম্বর (হি.স.) : ন্যায্যমূল্যের দোকানে চুরি। ২২বস্তা চাল সহ অন্যান্য সামগ্রী নিয়ে গিয়েছে চোরের দল। ঘটনা গোমতী জেলার উদয়পুরের ফুলকুমারি এলাকায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রতিদিনের মত বৃহস্পতিবার উদয়পুরের ফুলক
দোকানে চুরি


উদয়পুর (ত্রিপুরা), ৫ সেপ্টেম্বর (হি.স.) : ন্যায্যমূল্যের দোকানে চুরি। ২২বস্তা চাল সহ অন্যান্য সামগ্রী নিয়ে গিয়েছে চোরের দল। ঘটনা গোমতী জেলার উদয়পুরের ফুলকুমারি এলাকায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

প্রতিদিনের মত বৃহস্পতিবার উদয়পুরের ফুলকুমারি এলাকার দূর্গাবাড়ি বনদোয়ারের তিন নম্বর ন্যায্যমূল্যের দোকানের ডিলার পরিমল শীল গ্ৰাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে আশেপাশের লোকজন পরিমল শীলকে খবর দেয় তাড়াতাড়ি ন্যায্যমূল্যের দোকানে আসার জন্য।

খবর পেয়ে পরিমল শীল দোকানে এসে দেখেন তাঁর দোকন থেকে ২২ বস্তা চাল সহ আরও বেশ কিছু জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার সহকারী সভাধিপতি সুজন সেন। খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানার পুলিশকে। দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে না আসায় এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।পরে পুলিশ আসে। দাবি উঠছে রাতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর জন্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande