আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা পুলিশ অজ্ঞাত প্রতারকদের বিরুদ্ধে ক্লোন করা চেক ব্যবহার করে আগরতলা পুর নিগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ১৬.৩৮ কোটি টাকা তোলার অভিযোগের তদন্ত শুরু করেছে।
শুক্রবার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ছয়টি ক্লোন করা (জাল) চেকের মাধ্যমে এএমসি অ্যাকাউন্ট থেকে ১৬.৩৮ কোটি টাকা তোলা হয়েছে তা লক্ষ্য করার পর, ইউকো ব্যাঙ্কের জোনাল ম্যানেজার সঞ্জীব রায় পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওই পুলিশ আধিকারিক বলেন, প্রাথমিক তদন্ত অনুসারে, হায়দ্রাবাদ থেকে পরিচালিত 'অজ্ঞাত প্রতারকরা' মূল চেকগুলি পুর নিগমের কাছে থাকা অবস্থায় ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য পুর নিগমের একজন প্রাক্তন কর্মকর্তার স্বাক্ষর জাল করেছে। যদিও মূল চেকগুলি এখনও পুর নিগমের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।
পুলিশ আধিকারিক বলেন, তারা শহরের কেন্দ্রস্থলে কামান চৌমুহনীতে অবস্থিত ইউকো ব্যাঙ্কের প্রধান শাখা থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন এবং জাল চেক জমা দেওয়ার জন্য কে ব্যাঙ্কে এসেছিল তা নির্ধারণের জন্য পরীক্ষা করে দেখছেন। ইউকো ব্যাঙ্কে ক্লোন করা চেক জমা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করার পর, মামলায় জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
আগরতলা পুর নিগমের একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা ইতিমধ্যেই ইউকো ব্যাঙ্ককে পুরো ১৬.৩৮ কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং ব্যাঙ্ক সম্মত হয়েছে। কয়েক বছর আগেও একই রকম একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায়ও ব্যাঙ্ক টাকা ফেরত দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das