কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.. স. ) : যথারীতি মেট্রো রেলের শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যেই যে ট্রাফিক ব্লক রাখার কথা ছিল তা হচ্ছে না। জরুরি ভিত্তিতে এক বার্তায় জানিয়েছেন মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী রবিবার নো - ট্রাফিক - ব্লক জানিয়ে দিল মেট্রো রেল। পূর্ব ঘোষণা অনুযায়ী, পরিষেবার সুবিধার জন্যে যে ট্রাফিক ব্লক করা হবে বলে যাত্রী সুবিধার্থে আগাম ঘোষণা ছিল তা বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আরও জানানো হয়েছে যে, সাধারণ নিয়ম অনুসারে গাড়ি চলাচলের তালিকা মেনেই ব্লু - লাইনে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যথারীতি চালু থাকবে মেট্রোর ওই পরিষেবা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত