আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৮টি মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল পশ্চিম আগরতলা থানার পুলিশ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, এসডিপিও দেবপ্রসাদ রায় এবং থানার ওসি রানা চ্যাটার্জি।
মোবাইল চুরির অভিযোগ পেয়ে তদন্ত চালিয়ে উদ্ধার করা ২৮টি মোবাইল শুক্রবার পশ্চিম আগরতলা থানার পুলিশ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল। এর মধ্যে বারোটি মোবাইল ছিল সিআইআর পোর্টালে লক করা। শুক্রবার সংশ্লিষ্ট মোবাইল মালিকদের পশ্চিম থানায় ডেকে এনে তাঁদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব নাথ, সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। পুলিশ সুপার নমিত পাঠক জানান, উদ্ধারকৃত ২৮টি মোবাইলের মধ্যে বারোটি মোবাইল ছিল সিআইআর পোর্টালে লক করা।
সিআইআর পোর্টাল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি জানান কারোর মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তারা cir.gov.in এই ওয়েবএড্রেসে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর সাথে সাথেই চুরি যাওয়া সংশ্লিষ্ট মোবাইলটি লক করে দেওয়া হয় এবং এর ট্রাকিং শুরু হয়। পশ্চিম থানার পুলিশ এই সিআইআর ট্র্যাকিংয়ে অভিযান চালিয়ে বারোটি মোবাইল উদ্ধার করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ