খোয়াই (ত্রিপুরা), ৩ সেপ্টেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়িতে মঙ্গলবার প্রাণী সম্পদ বিকাশ দফতরের নবনির্মিত সহ-অধিকর্তার কার্যালয় ও শুকর প্রজনন খামারের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস।
উদ্বোধকের ভাষণে প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যের মানুষের পুষ্টি ও গ্রামীণ এলাকার জনগণের আর্থ-সামাজিক মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলছে। বর্তমানে রাজ্য মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং দুধ ও ডিম উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, প্রাণী সম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত অধিকর্তা বিমল কুমার দাস এবং তেলিয়ামুড়া গ্রামোন্নয়ন ডিভিশনের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das