সোমবার থেকে শুরু হচ্ছে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
মেঙ্গালুরু, ১২ জানুয়ারি (হি.স.): সোমবার থেকে মেঙ্গালুরুর মুডবিদ্রির স্বরাজ্য ময়দানে ৮৫তম সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ শুরু| রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং আলভা''স এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত পাঁচ
আজ থেকে শুরু হচ্ছে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ


মেঙ্গালুরু, ১২ জানুয়ারি (হি.স.): সোমবার থেকে মেঙ্গালুরুর মুডবিদ্রির স্বরাজ্য ময়দানে ৮৫তম সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ শুরু|

রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং আলভা'স এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনের এই ইভেন্টে ৩১২টি বিশ্ববিদ্যালয়ের ৪০০০ জনেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।

জুনিয়র ন্যাশনাল স্টিপল চেজ রেকর্ডধারী শারুখ খান, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন মুবাসিনা মোহাম্মদ (লং জাম্প) এবং নিকিতা কুমারী (ডিস্কাস থ্রো), খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের স্বর্ণপদক বিজয়ী আকাশ রাজ (৪০০ মিটার) এবং দীপাংশি সিং (লং জাম্প) হলেন কয়েকজন তারকা যারা অ্যাকশনে অংশ নেবেন।

গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা কিছু ব্যতিক্রমী পারফর্মেন্স দেখিয়েছেন এবং এই প্রতিযোগিতাও অনেক চমক তৈরি করতে পারে।

আলভা'স এডুকেশন ফাউন্ডেশন ২০ লক্ষ টাকারও বেশি পুরস্কার প্রদান করছে, যার মধ্যে স্বর্ণপদক বিজয়ীরা প্রত্যেকে ১৫,০০০ টাকা করে পাবেন, রৌপ্য এবং ব্রোঞ্জ বিজয়ীরা যথাক্রমে ১০,০০০ এবং ৫,০০০ টাকা করে পাবেন। রেকর্ড ভাঙা খেলোয়াড়রা ২৫,০০০ টাকা পাবে এবং দলগত চ্যাম্পিয়নশিপের জন্য নগদ পুরস্কারও রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande