
কলকাতা, ১৪ জানুয়ারি ( হি. স.) : কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল শহরের ব্যস্ত এলাকা বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বুধবার সকালে হঠাৎ করেই একটি কাঠের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। এলাকায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় বলে দমকল সূত্রে জানা গেছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, ফলে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার ফলে একের পর এক দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।এছাড়াও, আগুন পাশের একটি বহুতল আবাসনে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় দমকল কর্মীরা বিশেষ সতর্কতা অবলম্বন করেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও নিশ্চিত খবর পাওয়া না গেলেও, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। শহরের বুকে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়