(আপডেট )মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তের মহাস্নান
গঙ্গাসাগর, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরের পবিত্র মিলনভূমিতে মঙ্গলবার মধ্যরাত পেরোতেই শুরু হয়ে যায় পুণ্যস্নানের মহাযজ্ঞ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত ভোরের আগেই বঙ্গোপসাগর ও গঙ্গার সঙ্গমস্থলে পুণ্যস্নানে অং
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তের মহাস্নান


মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তের মহাস্নান


(আপডেট )মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ ভক্তের মহাস্নান


গঙ্গাসাগর, ১৪ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগরের পবিত্র মিলনভূমিতে মঙ্গলবার মধ্যরাত পেরোতেই শুরু হয়ে যায় পুণ্যস্নানের মহাযজ্ঞ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত ভোরের আগেই বঙ্গোপসাগর ও গঙ্গার সঙ্গমস্থলে পুণ্যস্নানে অংশ নেন। সূর্যোদয়ের আগেই সাগরতট কার্যত পুণ্যার্থীদের দখলে চলে যায়।

ভোরের অন্ধকার কাটতে না কাটতেই ‘হর হর মহাদেব’ ও ‘গঙ্গা মাইকি জয়’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা সাগরতট। সাধু-সন্ন্যাসী, তীর্থযাত্রী ও সাধারণ ভক্তরা দলবদ্ধভাবে স্নান করে ধর্মীয় আচার পালন করেন। অনেকে সাগরতটে দাঁড়িয়ে সূর্যপ্রণাম ও গঙ্গা পূজায় অংশ নেন। হাজার হাজার প্রদীপ ও ধূপ-ধুনোর মধ্যে পুণ্যস্নানের পরিবেশ আরও ভাবগম্ভীর হয়ে ওঠে।

পুণ্যস্নান নির্বিঘ্নে সম্পন্ন করতে সাগরতট ও স্নানঘাটে প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী, সিভিল ডিফেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা সার্বক্ষণিক নজরদারি চালান। সাগরে স্পিড বোটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রশাসনের সুব্যবস্থাপনায় ভোর থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে পুণ্যস্নান পর্ব সম্পন্ন হয়। দুপুরের পুণ্যযোগ ঘিরে আরও বিপুল সংখ্যক ভক্তের আগমন ঘটবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande