বেপরোয়া গতির বলি, নিউটাউনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ যুবক
কলকাতা, ১৪ জানুয়ারি, (হি স)। ফের বেপরোয়া গতির বলি তরতাজা প্রাণ। রাতের শহরে বাইক দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কলকাতার নিকটে নিউটাউন এলাকায়। মৃত দুই যুবকের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি। দুর্ঘটনাটি ঘটে নিউটাউনের যাত্রাগাছি
বেপরোয়া গতির বলি, নিউটাউনে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ যুবক


কলকাতা, ১৪ জানুয়ারি, (হি স)। ফের বেপরোয়া গতির বলি তরতাজা প্রাণ। রাতের শহরে বাইক দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কলকাতার নিকটে নিউটাউন এলাকায়। মৃত দুই যুবকের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি।

দুর্ঘটনাটি ঘটে নিউটাউনের যাত্রাগাছির খালধার এলাকায়। মঙ্গলবার রাতে ওই খালধার এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসিত মাহাতো। উল্টোদিক থেকে বাইক চালিয়ে আসছিলেন প্রণয়দীপ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে, দু’জনেই বাইক থেকে দূরে ছিটকে যায়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাঁদের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande