“আদালতে আপনার সাথে দেখা করব,” মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর
কলকাতা, ১৪ জানুয়ারি, (হি স)। “আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আমি আদালতে আপনার সাথে দেখা করব।” বুধবার এভাবে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সবার্তায় শুভেন্দুবাবু
“আদালতে আপনার সাথে দেখা করব,” মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর


কলকাতা, ১৪ জানুয়ারি, (হি স)। “আদালতে আইনি পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আমি আদালতে আপনার সাথে দেখা করব।”

বুধবার এভাবে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে শেষ মুহূর্তে চলে গেছেন। আমার পক্ষ থেকে মানহানির নোটিশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সময় দেওয়া হয়েছিল তা এখন শেষ হয়ে গেছে। জটিলতার কারণে তিনি উত্তর দিতে পারছেন না।

মুখ্যমন্ত্রী তাঁর আচরণের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে কয়লা কেলেঙ্কারিতে আমার জড়িত থাকার বিষয়ে তাঁর কাল্পনিক অভিযোগগুলি তাঁর অস্বস্তিকর মানসিকতার ফসল।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande