
কলকাতা, ১৩ জানুয়ারি ( হি. স.)- পশ্চিমবঙ্গে শিল্পায়ন অনিবার্য এবং তা আলোচনার মাধ্যমেই সম্ভব বলে সাফ জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে শিল্প হবে, তবে তা কোন শিল্পগোষ্ঠী করবে—টাটা গোষ্ঠী হোক বা অন্য কোনও শিল্পগোষ্ঠী—সেই বিষয়টি আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।সুকান্ত মজুমদারের দাবি, একসময় যে কৃষকরা শিল্পায়নের বিরোধিতা করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই কৃষকরাই শিল্প স্থাপনের পক্ষে মত দিচ্ছেন। তাঁদের মতে, শিল্প হলে কর্মসংস্থান বাড়বে এবং এলাকার আর্থিক উন্নয়ন হবে। তাই কৃষক ও শিল্পপতিদের মধ্যে আলোচনার মাধ্যমে একই জমিতেই শিল্পায়ন সম্ভব বলে তিনি মনে করেন।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, বিজেপি শিল্পায়নের পক্ষে এবং শিল্পপতি ও লগ্নিকারীদের দলের উপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, এনডিএ জোটে থাকার সময় বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল, কারণ তখন তাঁরা শরিক ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের নেত্রী।টাটা গোষ্ঠীর প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, রতন টাটা যখন সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গে না থেকে গুজরাটে বিনিয়োগ করবেন, তখনই রাজ্য শিল্পের বড় সুযোগ হারায়। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ব্যাপক শিল্পায়ন হয়েছে এবং পশ্চিমবঙ্গেও সেই সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়