
কলকাতা, ১৫ জানুয়ারি (হি স): চাকুলিয়ার ঘটনায় কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন পুলিশ ও প্রশাসনের উপর সংগঠিত হামলার অভিযোগে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে উত্তর দিনাজপুরের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক-কে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। গোটা ঘটনার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে।
এসআইআর ঘিরে অশান্তির সূত্রপাত আগেই। বুধবার ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর-এ ‘হেনস্তা’র প্রতিবাদী বিক্ষোভকারীদের সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ইটের আঘাতে মাথা ফেটে যায় চাকুলিয়া থানার আইসির। অভিযোগ, শুধু পুলিশের উপর হামলাই নয়, বিডিও অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ নথি তছনছও করা হয়। এর জেরে এসআইআর সংক্রান্ত জরুরি নথি নষ্ট হওয়ার আশঙ্কা করছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে স্পষ্ট বার্তা, যেভাবে সগঠিতভাবে পুলিশ প্রশাসনের উপর হামলা চালানো হয়েছে, তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত হামলাকারীদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে কারও আপত্তি থাকলে তা জানানো যেত। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া কোনও মতেই গ্রহণযোগ্য নয়।
সূত্রের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলার পাশাপাশি বিডিও অফিসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এমনকি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। অভিযোগ, আগুন নেভাতে ঘটনাস্থলের দিকে যাওয়া দমকলের ইঞ্জিনও আটকে দেওয়া হয়েছিল। তবে এই ঘটনায় জড়িতরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত