বাসের আপাতকালীন দরজা খুলে সিউড়িতে মৃত্যু শিশুর
বীরভূম, ১৫ জানুয়ারি (হি.স.): বীরভূমের সিউড়িতে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। বৃহস্পতিবার সকালে রামপুরহাট থেকে জয়দেবের দিকে যাওয়া একটি বেসরকারি বাসের আপাতকালীন দরজা হঠাৎ খুলে গিয়ে চলন্ত বাস থেকে পড়ে যায় ওই শিশু। তার পরিবারের দাবি, তখনই তাঁরা বাসটি থ
বাসের আপাতকালীন দরজা খুলে সিউড়িতে মৃত্যু শিশুর


বীরভূম, ১৫ জানুয়ারি (হি.স.): বীরভূমের সিউড়িতে দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। বৃহস্পতিবার সকালে রামপুরহাট থেকে জয়দেবের দিকে যাওয়া একটি বেসরকারি বাসের আপাতকালীন দরজা হঠাৎ খুলে গিয়ে চলন্ত বাস থেকে পড়ে যায় ওই শিশু। তার পরিবারের দাবি, তখনই তাঁরা বাসটি থামানোর জন্য বললেও তা থামানো হয়নি। তারপরই বাসের চাকার তলায় শিশুটি পিষ্ট হয় বলে পরিবারের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাসের যাত্রীরা জানান, মৃতের বয়স বছর ছয়েক এবং সে তার পরিবারের সঙ্গে মহম্মদবাজার থানা এলাকার কাপিষ্ঠা গ্রাম থেকে বাসে চেপেছিল। এই বাসটিতে ওই শিশুর পরিবার জয়দেব মেলাতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা সিউড়ির সুভাষপল্লি এলাকায় রাস্তা অবরোধ শুরু করেন। অবরোধের জেরে যানজট পরিস্থিতি তৈরি হয়। বাসের চালক এবং খালাসি দু'জনেই পলাতক। তাদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande