
মুর্শিদাবাদ, ১৫ জানুয়ারি (হি.স.): মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় এসআইআর নিয়ে গুঞ্জন চলছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুটু শেখ (৬০)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার রামেশ্বপুর নামোচাচন্ড গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, ভোটার তালিকায় বৃদ্ধ পুটু শেখের নামের বানান ভুল ছিল। পরিবারের অন্য সদস্যদের নামে এসেছে এসআইআরে শুনানির নোটিস। যে কারণে পরিবারের সকলেই শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন। বৃদ্ধ ঘরে একাই ছিলেন। দুপুরে বাড়ি ফিরে পরিবারের লোকজন দেখেন, অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেনে বৃদ্ধ পুটু শেখ। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কোনও সাড়া মেলেনি। পরে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনহারা পরিবারের দাবি, ভোটার তালিকায় নাম ভুল থাকায় আতঙ্কে ছিলেন বৃদ্ধ। এর মধ্যে বাড়িতে অন্যদের নামে এসআইআর নোটিস আসে। সেই আতঙ্কে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ