আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের, ইডি-র বিরুদ্ধে তদন্ত নয় আপাতত
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, (হি স): এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তের উপরেও স্থগিতাদেশ দেয় আদালত। এই সঙ্গে বৃহস্পতিবার মামলায়
আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের, ইডি-র বিরুদ্ধে তদন্ত নয় আপাতত


নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, (হি স): এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশি তদন্তের উপরেও স্থগিতাদেশ দেয় আদালত।

এই সঙ্গে বৃহস্পতিবার মামলায় সব পক্ষকে (ইডির বিরুদ্ধে মামলাকারী সব পক্ষ) নোটিস জারি করেছে দুই বিচারপতির বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে তাদের আদালতে হলফনামা জমা দিতে হবে। এই সময়ের মধ্যে ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

অর্থাৎ, ইডি-র দাবিই বৈধতা পেল দেশের সর্বোচ্চ আদালতে। শেক্সপিয়র সরণী এবং সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ইডি-র বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর-এই স্থগিতাদেশ দিল আদালত। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে। অর্থাৎ ওই সময়কাল পর্যন্ত পুলিশের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে কোনও তদন্ত হবে না। আদালত জানিয়েছে, উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নের জায়গা থাকে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande