সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পরই মমতাকে তোপ গৌরবের
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সুপ্রিম ভর্ৎসনার পরই রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বৃহস্পতিবার দিল্লিতে দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা বড
সুপ্রিম কোর্টে ভর্ৎসনার পরই মমতাকে তোপ গৌরবের


নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সুপ্রিম ভর্ৎসনার পরই রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বৃহস্পতিবার দিল্লিতে দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা বড় ধাক্কা খেয়েছেন। রাজ্য সরকারের কাজ হল একটি তদন্তকারী সংস্থাকে সাহায্য করা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলগুলি কেড়ে নেন। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চপেটাঘাত, যিনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে।

উল্লেখ্য, আই প্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির ঘটনায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মোট চারটি এফআইআর-এর তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ এদিন এই সংক্রান্ত মামলার শুনানির পর তাঁদের নির্দেশে বলেন, যখন কোনও কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে সেখানে রাজ্যের পুলিশ প্রশাসন নাক গলাতে পারে কিনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande