বিলাসীপাড়ায় মহিলাদের ক্ষমতায়ন উদ্যোগ সহ ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বিলাসীপাড়া (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া মহকুমায় মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার বিলাসী
খুদিগাঁওয়ে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগিনীরা


বিলাসীপাড়া (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া মহকুমায় মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার বিলাসীপাড়ায় আইএনএ গ্রাউন্ডে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ প্রকল্পের অধীনে বিলাসীপাড়া বিধানসভা কেন্দ্রের ১৮,৩৭৫ জন মহিলাকে উদ্যোক্তা চেক বিতরণ প্রকল্পের সূচনা করেছেন ড. হিমন্তবিশ্ব শর্মা। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ‘লাখপতি বাইদেউ’ (লাখপতি দিদি) নামে পরিচিত সুবিধাভোগীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ড. শর্মা প্রকল্পটির ধাপে ধাপে সহায়তা কাঠামো ব্যাখ্যা করেন।

ড. হিমন্তবিশ্ব বলেন, ‘ভোগালি বিহু আমাদের নারীশক্তির জন্য দ্বিগুণ উদযাপন এবং ক্ষমতায়নের আহ্বান জানিয়েছে বিলাসীপাড়া ও বিজনী...। ইতিমধ্যেই অসম জুড়ে ৪৮ লক্ষ ‘লাখপতি বাইদেউ’ তৈরি করতে আমাদের সংকল্পের অর্ধেকে পৌঁছে গিয়েছি...। ভাই হিসেবে আমি মনে করি, আমার বোনেরা সীমাহীন সম্ভাবনার জীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি এ কাজ আমাকে অপরিসীম গর্বিত করেছে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ প্রকল্পের অধীনে প্রাপ্ত অর্থের মাধ্যমে বোনেদের স্বনির্ভরতা, মর্যাদা এবং উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করেছে। তিনি বলেন, এই প্রকল্পের বলে প্রথম কিস্তিতে সুবিধাভোগীরা পাবেন ১০ হাজার টাকা সিড ক্যাপিটাল (মূলধন)। প্রাপ্ত এই টাকা সঠিকভাবে ব্যবহার করা হলে দ্বিতীয় কিস্তিতে সংশ্লিষ্টরা পাবেন ২৫ হাজার টাকা। ওই টাকায় ব্যবসা সঠিকভাবে করলে তৃতীয় কিস্তিতে সংশ্লিষ্ট মহিলাদের উদ্যোগ সম্প্রসারণে অনুদান বা ব্যাংক-সংযুক্ত ঋণের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী খুদিগাঁওয়ে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রায় এক হাজার বিঘা জমিতে নির্মিত এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী ড. শর্মা একে অসমের পরিচ্ছন্ন জ্বালানি লক্ষ্যের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এই উদ্যোগ রাজ্যে নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটাবে এবং অসমকে একটি উদীয়মান সবুজ জ্বালানি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বিলাসীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বহুবিবাহ রোধে ১১৪ নম্বর টোল-ফ্রি হেল্পলাইন চালুর ঘোষণাও করেছেন। প্রস্তাবিত আইনে দ্বিতীয় বিবাহে সর্বোচ্চ ১৪ বছর এবং তৃতীয় বিবাহে সর্বোচ্চ ২১ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকতে পারে বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক প্রসঙ্গে ড. শর্মা বিরোধীদের কড়া সমালোচনা করে বলেন, কংগ্রেস নেতা গৌরব গগৈ রাজনৈতিক সুবিধার জন্য রেজাউল করিমকে ‘নায়ক’ হিসেবে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সীমান্তের ওপারে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

গ্রামীণ মহিলাদের জীবিকা মজবুত করার পাশাপাশি অসমের শিল্প ও জ্বালানি খাতে রূপান্তর ত্বরান্বিত করার বিষয়ে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande