
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। ইডি-র বিরুদ্ধে তদন্ত নয় আপাতত। আইপ্যাকের দফতরে ইডি-র তল্লাশি অভিযান চালানোর সময় মুখ্যমন্ত্রীর বাধাদানের ঘটনায় সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। ইডি-র অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ডিজিটাল ডিভাইস নিজের দখলে নিয়েছেন, সে প্রসঙ্গে কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর বলেন, আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি, যখন একজন মুখ্যমন্ত্রী কোনও বেসরকারি সংস্থার অফিসের দিকে দৌড়াতে শুরু করেন এবং এমন আচরণ করতে শুরু করেন যেন তাঁর লুকানোর কিছু আছে, তখন খুব খারাপ কিছু ঘটে। আইন অনুযায়ী, যখন কোনও তদন্তকারী সংস্থা কোনও বেসরকারি সংস্থায় অভিযান চালায় অথবা তদন্ত করে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দৌড়ে সেই সংস্থাকে রক্ষা করার চেষ্টা করবেন? মমতা যদি কিছু লুকিয়ে থাকেন, তাহলে তদন্ত হওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ