লোকালয় থেকে উদ্ধার বিশাল রক পাইথন, আতঙ্ক জলপাইগুড়িতে
জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি ( হি. স.)- জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারী এলাকায় একটি বিশাল আকৃতির রক পাইথন উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকার একটি ক্যানেলের ধারে সাপটিকে ঘোরাফেরা করতে
পাইথন উদ্ধার


জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি ( হি. স.)- জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারী এলাকায় একটি বিশাল আকৃতির রক পাইথন উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকার একটি ক্যানেলের ধারে সাপটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। প্রচণ্ড শীতের কারণে বৃহস্পতিবার সকালে রোদ পোহাতে বেরিয়ে আসে বিশালাকৃতির ওই রক পাইথনটি।রোদ পোহাতে থাকা সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষি বিশ্বাসকে জানান। খবর পেয়ে তিনি দ্রুত বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করেন। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকবার সাপটি আশপাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে, ফলে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।তবে স্থানীয়দের সক্রিয় সহযোগিতায় শেষ পর্যন্ত বনকর্মীরা সাপটির অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন। দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদে উদ্ধার করা হয় রক পাইথনটিকে। এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মীরা সাপটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান।বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া রক পাইথনটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর সেটিকে উপযুক্ত বনাঞ্চলে নিরাপদে ছেড়ে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande