
মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের ২৯টি পৌরসভায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হলো। ২,৮৬৯টি আসনের জন্য সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৫.৩০ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়া ২৯টি পৌরসভায় ছয় বছরেরও বেশি সময় পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে নয়টি পৌরসভা মুম্বই মেট্রোপলিটন অঞ্চল এমএমআর-এর মধ্যে পড়ে।
এদিন গণতন্ত্রের উৎসবে শামিল হন তারকারা। অভিনেতা সইফ আলী খান এবং অভিনেত্রী কারিনা কাপুর খান বিএমসি নির্বাচনে ভোট দিয়েছেন। অভিনেত্রী শাবানা আজমিও দিয়েছেন। তিনি বলেন, দয়া করে নিজের ভোট দিন। ভোট দেওয়ার অধিকারের সঙ্গে একটি দায়িত্ব আসে। অভিনেতা সলমন খান, আমির খান, অক্ষয় কুমার ভোট দিয়েছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও ভোট দিয়েছেন। গণতন্ত্রের উৎসবে শামিল হন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, প্রবীণ অভিনেতা রাজা মুরাদ, রজত কুমার-সহ অনেকেই। তাঁরা নিজেরাও ভোট দেন এবং অন্যদেরও ভোট দেওয়ার আহ্বান জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ