
গঙ্গাসাগর, ১৫ জানুয়ারি (হি.স.): পয়লা মাঘেও গঙ্গাসাগরে ভক্তদের ঢল নামল। মকর সংক্রান্তির পরবর্তী দিন, বৃহস্পতিবার গঙ্গাসাগরতট ছিল জমজমাট। এদিনও বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে আস্থার ডুব দেন। মকর সংক্রান্তির পরের দিনেও গঙ্গাসাগরে পুণ্যস্নানের উন্মাদনা দেখা গিয়েছে।
ভোর থেকেই সাগরসঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন। দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত পুণ্যযোগ থাকায় সারাদিন ধরেই আরও পুণ্যার্থীর আগমন হয়। বুধবার গভীর রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী মেলায় এসে পৌঁছন।।পুণ্যস্নান শেষে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যায় পুণ্যার্থীদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ