ডাক্তার দেখাতে গিয়ে চুড়াইবাড়িতে নিখোঁজ অন্তঃসত্ত্বা মহিলা, পরিবারে চরম উৎকণ্ঠা
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ এক অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের ঘটনাটি ঘটে গত ১২ জানুয়ারি দুপুরে। পরিবার সূত্রে জানা যায়, চুড়া
গৃহবধূ নিখোঁজ


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ এক অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের ঘটনাটি ঘটে গত ১২ জানুয়ারি দুপুরে।

পরিবার সূত্রে জানা যায়, চুড়াইবাড়ি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের একটি ক্রাশারে বসবাস করতেন করণ কল (২৬) ও তাঁর স্ত্রী সৌরভী ভুমিজ (২৩)। স্বামী-স্ত্রী দু’জনেই কয়েক বছর ধরে ওই ক্রাশার মেশিনে কাজ করেন। বর্তমানে সৌরভী ভুমিজ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

গত সোমবার দুপুরে চিকিৎসার জন্য একা কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যান সৌরভী। দুপুর পর্যন্ত স্বামীর সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলেও বিকেল আনুমানিক তিনটার পর তাঁর মোবাইল সুইচ অফ হয়ে যায়। এরপর থেকে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি।

সারারাত অপেক্ষার পর পরদিন আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজ নিয়ে কোনও সন্ধান না পেয়ে অবশেষে স্বামী করণ কল চুড়াইবাড়ি থানায় নিখোঁজ ডায়রি করেন।

উল্লেখযোগ্য বিষয় হল, নিখোঁজ গৃহবধুর ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে, যে বর্তমানে মায়ের অপেক্ষায় রয়েছে। এদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ মহিলার স্বামী করণ কল আবেদন জানিয়ে বলেন, কোনও সহৃদয় ব্যক্তি যদি তাঁর স্ত্রীর সন্ধান পান, তবে থানায় যোগাযোগ করার জন্য। ঘটনাটি নিয়ে এলাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande