
মাইবাং (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : শিক্ষা হলো সামাজিক রূপান্তরের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাইবাং পিএম শ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি তরুণ মনকে জ্ঞান এবং দায়িত্ববোধে লালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বলেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
আজ শুক্রবার মাইবাং পিএমশ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করে দেবোলাল গার্লোসা বলেন, ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্পন্ন শিক্ষার্থীদের প্রস্তুত করে চলেছে এই বিদ্যালয়। এই শিক্ষা প্ৰতিষ্ঠানের সাফল্য অব্যাহত থাকার পাশাপাশি তরুণ ছাত্ৰছাত্রীদের সুস্থ মন গঠনে সমৃদ্ধ হওয়ার কামনা করেছেন দেবোলাল।
আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি তথা পারিষদ ধৃতি থাওসেন, পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেনের উপস্থিতিতে মাইবাং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পিএমশ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত জি+২ ভবন এবং তুলারাম সেনাপতি বয়েজ হোস্টেলের উদ্বোধন করেছেন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
এদিন দেবোলাল গার্লোসা নবম শ্রেণির ডিমাসা পাঠ্য পুস্তক, পিএমশ্রী মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াইংসোমিন, মোহিত হোজাইয়ের লেখা খাইলিমখিথুনি খারিমিন শিরোনামের পুস্তকের উন্মোচন করেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব