নিউ হাফলং স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত এক যাত্রী
হাফলং (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : নিউ হাফলং স্টেশনে চলন্ত ১৩১৭৬ নম্বর শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক যাত্রী সিদামকান্তি দে। জানা গেছে, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২৫২৩৮০ (বি১) নম্বর কোচ থেকে চলন
শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পড়ে আহত যাত্রী সিদামকান্তি দে


হাফলং (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : নিউ হাফলং স্টেশনে চলন্ত ১৩১৭৬ নম্বর শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক যাত্রী সিদামকান্তি দে।

জানা গেছে, শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২৫২৩৮০ (বি১) নম্বর কোচ থেকে চলন্ত অবস্থায় এই যাত্রী পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনার পর সহযাত্রী এবং রেল কর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এদিকে আহত সিদাম দে-কে তাৎক্ষণিকভাবে ১০৮ অ্যাম্বুল্যান্সে করে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাঁর চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

তবে কী ভাবে রেলযাত্রী সিদাম দে চলন্ত ট্রেন থেকে নীচে পড়ে গেছেন, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। অসাবধানতা বশত পা পিছলে ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande