
কলকাতা, ১৬ জানুয়ারি (হি. স.): উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে (বিটিআর) আবারও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। বন দফতরের বসানো ট্র্যাপ ক্যামেরায় পূর্ণবয়স্ক একটি বাঘের ছবি ধরা পড়েছে। শুক্রবার বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার রাতে ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের স্পষ্ট ছবি ধরা পড়েছে। এটি বক্সা অভয়ারণ্যে বাঘের স্থায়ী উপস্থিতিকে আবারও সুনিশ্চিত করল।”
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, গভীর জঙ্গলে বন্যপ্রাণীদের গতিবিধি নজরদারির জন্য যে বিশেষ ক্যামেরা বসানো হয়েছিল, তা থেকেই এই ছবি সংগ্রহ করা হয়েছে। দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা এই ঘটনায় উচ্ছ্বসিত। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাঘটি গভীর জঙ্গলেই রয়েছে এবং লোকালয়ে চলে আসার সম্ভাবনা আপাতত নেই।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক পর গত কয়েক বছরে বক্সায় কয়েকবার বাঘের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। নতুন করে এই ছবি মেলায় বক্সার জঙ্গল যে বাঘের উপযুক্ত বাসস্থান হয়ে উঠছে, তা আরও একবার প্রমাণিত হলো। বাঘটির গতিবিধির ওপর এখন কড়া নজর রাখছেন বনকর্মীরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত