
মাধেপুরা, ১৭ জানুয়ারি (হি.স.) : বিহারের মাধেপুরা জেলায় শনিবার মাধেপুরা–বীরপুর জাতীয় সড়ক ভয়াবহ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি হাইভা ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
সদর থানা এলাকার বিদ্যুৎ দফতর (পাওয়ার গ্রিড) ও বিএন মণ্ডল বিশ্ববিদ্যালয়ের কাছে কুয়াশা ও অন্ধকারের মধ্যে বিপরীত দিক থেকে আসা হাইভা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে যায়। সেটি হাইভার ট্রাকের নিচে ঢুকে পড়ে। গাড়িতে থাকা চারজন যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন — সোনু কুমার, সাহিল রাজ, সজন কুমার ও রূপেশ কুমার। চারজনই বন্ধু ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই সোনু কুমারের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। আনন্দের মুহূর্তের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
দুর্ঘটনার পর হাইভার ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ হাইভা ট্রাক ও ক্ষতিগ্রস্ত গাড়ি আটক করেছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনাকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য