শিক্ষার্থীরা যোগ দেবে যোগী সরকারের ‘শূন্য দারিদ্র্য’ অভিযানে
লখনউ, ১৭ জানুয়ারি (হি. স.) : উত্তর প্রদেশ সরকারের ‘শূন্য দারিদ্র্য’ অভিযানে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচিত পরিবারগুলোর সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ১০–১৫ গ্রাম পঞ্চায়েতকে “দত্তক” নে
স্টার্টআপ ইন্ডিয়া দশক পূর্তিতে উত্তর প্রদেশে প্রযুক্তিনির্ভর উন্নয়নের ছাপ


লখনউ, ১৭ জানুয়ারি (হি. স.) : উত্তর প্রদেশ সরকারের ‘শূন্য দারিদ্র্য’ অভিযানে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচিত পরিবারগুলোর সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ১০–১৫ গ্রাম পঞ্চায়েতকে “দত্তক” নেবে। এই উদ্যোগে এনএসএস, এনসিসি, এমএসডব্লিউ ও অন্যান্য কোর্সের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেবে। তারা ওই পরিবারগুলোর জীবিকা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক ক্ষমতায়নের কাজ করবে। প্রথম ধাপে এই প্রকল্পের সূচনা হবে লখনউ থেকে, পরে ধাপে ধাপে পুরো রাজ্যে বিস্তৃত হবে।

শনিবার মুখ্য সচিব অলোক কুমার জানান, প্রতিটি পঞ্চায়েতের পরিবারের চাহিদা অনুযায়ী স্কিল ট্রেনিং, কর্মসংস্থান ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিস্তারিত মাইক্রো-প্ল্যানিং করা হবে। শিক্ষার্থীদের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও সরকারি সুবিধা গ্রহণে সহায়তা নিশ্চিত করা হবে। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রগতির ট্র্যাকিংও পরিচালিত হবে। জেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ত্রৈমাসিক সভার মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande