রাজস্থানে চা খেতে বেরিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু, আহত আরও ৬ জন
উদয়পুর, ১৭ জানুয়ারী (হি.স.): রাজস্থানের উদয়পুর শহরের চা খেতে বেরিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু। সাভিনা থানা এলাকার পুরনো আহমেদাবাদ বাইপাসে ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটে। শনিবার ভোর প্রায় তিনটে নাগাদ একটি পুকুরের কাছে দুটি গাড়ির মুখোমুখি
রাজস্থানে চা খেতে বেরিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু, আহত আরও ৬ জন


উদয়পুর, ১৭ জানুয়ারী (হি.স.): রাজস্থানের উদয়পুর শহরের চা খেতে বেরিয়ে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু।

সাভিনা থানা এলাকার পুরনো আহমেদাবাদ বাইপাসে ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটে। শনিবার ভোর প্রায় তিনটে নাগাদ একটি পুকুরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান চার কিশোর-যুবক। গুরুতর আহত আরও ছয়জন।

দুর্ঘটনার তীব্রতায় দু’টি গাড়িই দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়া যুবকদের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। মৃতদের দেহ উদয়পুরের হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছে, গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মহম্মদ আয়ান (১৭), আদিল কুরেশি (১৪), শের মহম্মদ (১৯) এবং গোলাম খাজা (১৭)। একই গাড়িতে থাকা ওয়াসিম (২০) ও মহম্মদ কাইফ (১৯) গুরুতর আহত হন। ওয়াসিমকে পরে পরিবারের লোকজন আহমেদাবাদে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আয়ানের জন্মদিন ছিল ১৬ জানুয়ারি। জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে তিনি নেলা পুকুরের কাছে আয়োজিত একটি মেহফিল-এ-মিলাদ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চা খেতে বেরোতেই বাইপাসে গুজরাট নম্বরের একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

গুজরাট নম্বরের গাড়িতে থাকা রাজগড় জেলার মহিপাল জাট (৪৮), তাঁর স্ত্রী রাজবালা (৪৫), ছেলে রাজেশ (২৬) ও করমবীর সিং (২৪) আহত হন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande