
মির্জাপুর,১৭ জানুয়ারি (হি. স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার জিগনা থানা এলাকার কাশী সরপতি গ্রামের গঙ্গা ঘাটে শনিবার সকালে সাত ফুট লম্বা কুমির দেখতে পেয়েছেন স্থানীয়রা।
গ্রামবাসীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে তারা গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। তখনই হঠাৎ একটি কুমির ঘাটের কাছে দেখা দেওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পিছিয়ে পড়েন।
খবর পেয়ে লালগঞ্জ বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে নিরাপদভাবে উদ্ধার করে। কুমিরটি প্রায় সাত ফুট লম্বা এবং এক কুইন্টালেরও বেশি ওজনের ছিল
বন বিভাগের এক আধিকারিক জানান, উদ্ধার হওয়া কুমিরটিকে নিরাপদে কোনও গভীর জলাশয় স্থানান্তর করার প্রস্তুতি চলছে, যাতে স্থানীয় ও স্নানার্থীরা কোনও ঝুঁকিতে না পড়েন। এছাড়াও খাইরা এবং গোগাঁওয়ের এলাকায় গঙ্গার তীরে কুমিরের উপস্থিতি নিয়মিত আতঙ্ক সৃষ্টি করছে। গ্রামবাসীরা বন দফতরের কাছে এই বিশালকায় প্রাণীগুলোর নিরাপদ স্থানান্তরের দাবি জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য