
প্রতাপগড়, ১৭ জানুয়ারি (হি. স.) : উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার নগর থানার এলাকায় শনিবার সকালে এক দ্রুতগামী বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এতে থাকা ২৩ জন তীর্থযাত্রী আহত হন। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রয়াগরাজ স্থানান্তরিত করা হয়েছে, বাকিদের চিকিৎসা প্রতাপগড় মেডিকেল কলেজে চলছে।
প্রশাসনের আধিকারিকরা মেডিকেল কলেজে পৌঁছে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে, সন্ত কবির নগর জেলার লৌহারৌলি গ্রামের প্রায় ২৩ জন তীর্থযাত্রী পিকআপ ভ্যানে করে প্রয়াগরাজের সঙ্গম স্নানে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি নগর থানার জোগাপুর এলাকার কাছে বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। স্থানীয় পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য