
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) শুল্ক দফতর বড়সড় মাদক পাচারের চেষ্টা বানচাল করেছে। ব্যাঙ্কক থেকে দিল্লি আসা দুই ভারতীয় যাত্রীর কাছ থেকে প্রায় ৮.৭৭ কেজি মাদক (গাঁজা) উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৮.৭৭ কোটি টাকা বলে জানানো হয়েছে।
শনিবার শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ১৩ জানুয়ারি ব্যাঙ্কক থেকে টিজি-৩১৫ নম্বর বিমানে আসা ওই যাত্রীদের ১৪ জানুয়ারি টার্মিনাল-৩-এর আন্তর্জাতিক আগমন অংশে গ্রিন চ্যানেলে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে আটক করা হয়। পরে তাদের ট্রলি ব্যাগ এক্স-রে স্ক্যানিংয়ের সময় একটি গাঢ় নীল রঙের ব্যাগ থেকে ৯টি পলিথিন পাউচে ভর্তি সবুজ রঙের মাদকদ্রব্য উদ্ধার হয়।
প্রাথমিক পরীক্ষা পর তা গাঁজা বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ৮,৭৭১.৫ গ্রাম। ঘটনায় মাদক ও প্যাকেজিং সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার শুল্ক দফতর জানান, এই ঘটনার সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরে মাদক পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হবে বলেও জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য