
কলকাতা, ১৭ জানুয়ারি (হি. স.) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে শনিবার শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।”তিনি লেখেন, সুচিত্রা সেনের জীবনের শেষপর্বে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সৌভাগ্য তাঁর হয়েছিল। সেই সময় অভিনেত্রী কারও সঙ্গে দেখা করতেন না, তবে মুখ্যমন্ত্রীকে নিয়মিত দেখা করার ও রোগশয্যায় তাঁর কাছে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।মুখ্যমন্ত্রী আরও জানান, সুচিত্রা সেন তাঁর কন্যা মুনমুন সেনকে বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবারের একজন সদস্যের মতোই দেখতেন। মহানায়িকার সান্নিধ্য ও স্নেহ পাওয়ার সেই দুর্লভ অভিজ্ঞতা তাঁর কাছে আজও অমূল্য স্মৃতি হয়ে রয়েছে।
বার্তার শেষে মুখ্যমন্ত্রী বলেন, মহানায়ক উত্তমকুমারকে কাছ থেকে দেখার সুযোগ তাঁর না হলেও, বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগের এই মহান নায়িকার সঙ্গে নৈকট্য তাঁর মনের মণিকোঠায় চিরকাল সঞ্চিত থাকবে।
-----------
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত