
শিমলা, ১৭ জানুয়ারি (হি.স.): দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর অবশেষে হিমাচল প্রদেশে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের মাধ্যমে এই পরিবর্তনের সূচনা হয়েছে। লাহৌল-স্পিতি, কিন্নৌর ও কুল্লু জেলার উঁচু অঞ্চলে শুক্রবার রাত থেকে তুষারপাত শুরু হয়েছে। রোহতাং, শিনকুলা এবং বড়লাচা গিরিপথে লাগাতার তুষারপাত চলছে।
শনিবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, লাহৌল-স্পিতির হান্সা এলাকায় প্রায় ৩ সেন্টিমিটার নতুন তুষার জমেছে। শিমলা ও পর্যটননগরী মানালিতে ঘন মেঘ জমেছে এবং সেখানেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর শনিবার কিন্নৌর ও লাহৌল-স্পিতি জেলায় তুষারপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। পাশাপাশি কুল্লু, মান্ডি ও শিমলা জেলায় বৃষ্টি ও তুষারপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে থেমে থেমে বৃষ্টি ও উঁচু এলাকায় তুষারপাত চলতে পারে বলে পূর্বাভাস। ২২ ও ২৩ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা আরও সক্রিয় হলে তুষারপাতের তীব্রতা বাড়তে পারে।
বিগত তিন মাস ধরে পর্যাপ্ত বৃষ্টি ও তুষারপাত না হওয়ায় রাজ্যে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার প্রভাব পড়েছে রবি ফসল, বিশেষত গম ও আপেল চাষে। জলস্তর কমে যাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে বৃষ্টি ও তুষারপাত কৃষক, বাগান মালিক ও বিদ্যুৎ খাতের জন্য স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।
এদিকে মেঘলা আবহাওয়ার কারণে রাজ্যের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। শিমলা, মানালি, সুন্দরনগর-সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়েছে, যদিও কুকুমসেরি ও তাবোর মতো জনজাতি অধ্যুষিত এলাকায় তাপমাত্রা এখনও শূন্যের নিচে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য