তীব্র শীতের মধ্যেই মৌনী অমাবস্যায় সঙ্গমে ভক্তদের পুণ্যস্নান
প্রয়াগরাজ, ১৮ জানুয়ারি (হি.স.): তীব্র হাড়কাঁপানো শীতের মধ্যেই মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্তরা। মাঘ মেলার মধ্যেই মৌনী অমাবস্যা উপলক্ষ্যে রবিবার ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে বিপুল সংখ্যক ভক্তদের সমাগম ঘটে এবং পবিত্র স্না
তীব্র শীতের মধ্যেই মৌনী অমাবস্যায় সঙ্গমে ভক্তদের পুণ্যস্নান


প্রয়াগরাজ, ১৮ জানুয়ারি (হি.স.): তীব্র হাড়কাঁপানো শীতের মধ্যেই মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের সঙ্গমে পুণ্যস্নান করলেন অসংখ্য ভক্তরা। মাঘ মেলার মধ্যেই মৌনী অমাবস্যা উপলক্ষ্যে রবিবার ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে বিপুল সংখ্যক ভক্তদের সমাগম ঘটে এবং পবিত্র স্নান করেন। কনকনে ঠান্ডাকে রীতিমতো উপেক্ষা করেই সঙ্গমে পুণ্যস্নান করেন ভক্তরা।

মৌনী অমাবস্যায় ভক্তদের পুণ্যস্নানের সময় সঙ্গমে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এনডিআরএফ-এসডিআরএফ টিম, কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন দ্বারা নজরদারি করা হয়। রবিবার সকালে বিভাগীয় কমিশনার সৌম্য আগরওয়াল বলেন, গতকাল সন্ধ্যা ৬:০০ টা থেকে এখনও পর্যন্ত, প্রায় পঞ্চাশ লক্ষ (৫০ লক্ষ) ভক্ত সমস্ত ঘাটে পবিত্র স্নান করেছেন। জনতার উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। স্নান প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande