(আপডেট) কলকাতা পুলিশের উদ্যোগে ​​হাফ ম্যারাথন, শামিল অসংখ্য প্রতিযোগীরা
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): কলকাতা পুলিশের উদ্যোগে রবিবার কলকাতায় আয়োজিত হল ''সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন - ২০২৬'। এটি এই ম্যারাথনের ষষ্ঠ সংস্করণ। রবিবার সকালে কলকাতা পুলিশ ''সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৬''-এর ষষ্ঠ সংস্করণ রেড
কলকাতা পুলিশের উদ্যোগে ​​হাফ ম্যারাথন


নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): কলকাতা পুলিশের উদ্যোগে রবিবার কলকাতায় আয়োজিত হল 'সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন - ২০২৬'। এটি এই ম্যারাথনের ষষ্ঠ সংস্করণ। রবিবার সকালে কলকাতা পুলিশ 'সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৬'-এর ষষ্ঠ সংস্করণ রেড রোডে শুরু হয়, ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দৌড়ের সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে। অত্যন্ত উৎসাহের সঙ্গে অসংখ্য প্রতিযোগী এই ​​হাফ ম্যারাথনে যোগ দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ ​​হাফ ম্যারাথন হল কলকাতা পুলিশের উদ্যোগে পালিত ট্র্যাফিক নিরাপত্তা সপ্তাহের সূচনা। দূরত্ব অনুসারে দৌড় আয়োজন করা হয়েছে। জনগণের অংশগ্রহণ বেশ ভালোই। প্রতিটি শ্রেণীর মানুষ এতে যোগ দিচ্ছেন। আমাদের মূল বার্তা হল সড়ক নিরাপত্তা। আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমেই সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এটি কেবল পুলিশ প্রশাসনের কাজ নয়।

অন্যদিকে, কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন ২০২৬-এর ৫ কিলোমিটার দৌড়ের সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' ​​উদ্যোগের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। এখন কলকাতায় সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম। এনসিআরবি রিপোর্ট অনুসারে, কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর এবং এর কৃতিত্ব কলকাতা পুলিশের। অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, এত আলো, এত ভালোবাসা এবং এই অসাধারণ উদ্যোগের অংশ হতে পেরে, যা হল নিরাপদে গাড়ি চালানো এবং জীবন বাঁচানো, কলকাতা পুলিশের উদ্যোগে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande