
মুর্শিদাবাদ, ১৯ জানুয়ারি (হি. স.): সোমবার রাজ্য জুড়ে এসআইআর (এসআইআর) শুনানি পর্বে ফর্ম-৭ জমা দেওয়ার শেষ দিনে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা শাসকের অফিস চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এসডিও অফিস এলাকা।
জানা গিয়েছে, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে সকাল থেকেই লালবাগ মহকুমা অফিস চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ঠিক সেই সময় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক প্রায় ২৭ হাজার ফর্ম-৭ (ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন) জমা দিতে এসডিও অফিসে পৌঁছান।
দু’পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। অভিযোগ, পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং হাতাহাতি শুরু হয়। পুলিশের সামনেই বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডলের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি বিজেপি কর্মীদের হাত থেকে ফর্ম-৭ ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মুর্শিদাবাদ জেলা পরিষদের কো-মেন্টর শাওনি সিংহ রায় অভিযোগ করেন, বিজেপি অনৈতিকভাবে বিপুল সংখ্যক ফর্ম-৭ জমা দিয়ে ভোটার তালিকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি সৌমেন মন্ডল পালটা দাবি করেন, তৃণমূল কর্মীরাই গায়ের জোরে তাঁদের হাত থেকে ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তাঁদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়