উন্নয়নের পাঁচালি নিয়ে দুয়ারে তৃণমূল, পাল্টা সভা-মিছিলে মাঠে নামছে বিজেপি
হুগলি, ১৯ জানুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গজুড়ে ফের একবার নির্বাচনী দামামা বেজে উঠেছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের সাফল্য ও উন্নয়নমূলক কাজ তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। অন্যদিকে, পাল্টা সভা ও মিছিলে জোর দ
উন্নয়নের পাঁচালী’ নিয়ে দুয়ারে তৃণমূল, পাল্টা সভা-মিছিলে মাঠে নামছে বিজেপি


হুগলি, ১৯ জানুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গজুড়ে ফের একবার নির্বাচনী দামামা বেজে উঠেছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের সাফল্য ও উন্নয়নমূলক কাজ তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। অন্যদিকে, পাল্টা সভা ও মিছিলে জোর দিয়ে জনসমর্থন বাড়াতে কোমর বেঁধে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টিও।

​সোমবার হুগলি জেলার শ্রীরামপুর ও রিষড়া এলাকায় ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের ব্যাপক জনসম্পর্ক লক্ষ্য করা গেল। শ্রীরামপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে রিষড়া পৌরসভার চেয়ারম্যান তথা প্রভাবশালী তৃণমূল নেতা বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন এবং তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।

​এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, শ্রীরামপুর-উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ইন্দ্রনাথ চক্রবর্তী, রিষড়া পৌরসভার কাউন্সিলর ঝুম্পা দাস সরকার, আইএনটিটিইউসি ব্লক সভাপতি রাজু গড়াই, স্থানীয় কাউন্সিলর তাপস মিত্র ও শান্তা গাঙ্গুলি-সহ অন্যান্যরা।

​একইভাবে, রিষড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর সুখ সাগর মিশ্র ওরফে টিকুর নেতৃত্বে জনসম্পর্ক অভিযান চালানো হয়। এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন শ্রীরামপুরের বর্তমান বিধায়ক ডঃ সুদীপ্ত রায়, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, হুগলি জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা দে এবং শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি টুম্পা মেটে।

​তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। ‘উন্নয়নের পাঁচালি’ সেই সাফল্যেরই এক বাস্তব প্রতিফলন।

অন্যদিকে, বিজেপিও পিছিয়ে নেই। বড় বড় জনসভা ও র‍্যালির মাধ্যমে তারা জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। দুই প্রধান দলের এই সক্রিয়তা বলে দিচ্ছে যে, হুগলি-সহ গোটা রাজ্যেই আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande