
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.): মুম্বইয়ে মৃত্যু হওয়া সাবির হোসেন বেপারীর শোকাতুর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর বেপারী পাড়ায় সোমবার দুপুরে মৃতের বাড়িতে পৌঁছে আর্থিক সাহায্য তুলে দেন স্থানীয় সাংসদ বাপি হালদার।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মুম্বইয়ে মৃত্যু হয়েছে সাবিরের। সোমবার তাঁর নিথর দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এদিন দুপুরে সাংসদ বাপি হালদার মৃতের বাড়িতে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য পরিবারের হাতে তুলে দেন। সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ডা. অলক জলদাতা, মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার-সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানেরা। তৃণমূলের প্রতিনিধি দলটি শোকাতুর পরিবারের সদস্যদের দীর্ঘক্ষণ সান্ত্বনা জানান।উল্লেখ্য, সাবির হোসেন বেপারীর মুম্বইয়ে একটি জরির কারখানা ছিল। পরিবারের দাবি, সম্প্রতি সাবির ও তাঁর স্ত্রী সালমা বিবির নামে এসআইআর সংক্রান্ত একটি নোটিশ বাড়িতে এসে পৌঁছায়। এরপর থেকেই ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। সেই মানসিক চাপ থেকেই রবিবার আচমকা বুকে যন্ত্রণা অনুভব করেন সাবির। মুম্বইয়ের লোকমান্য তিলক মিউনিসিপাল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় যেমন শোকের আবহ তৈরি হয়েছে, তেমনই এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত